শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ সন্তানকে অটোরিক্সাযোগে স্কুলে নিয়ে যাবার সময় পাথর বোঝাই ট্রাকের চাকা ফেটে সংঘর্ষে গুরুতর আহত হয়েছে মা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১১টার দিকে বগুড়ার শেরপুরের মহিপুরের দুগ্ধখামারের সামনে।
অটোরিক্সা চালক বাপ্পী হোসেন (১৭) জানান, ধুনট মোড় থেকে মা ও তার সন্তান কে নিয়ে আমি গাড়ি চালিয়ে দশমাইলে আরডিএ স্কুলের উদ্দেশ্যে যাচ্ছিলাম। ১১টার দিকে ঢাকামুখী একটি পাথর বোঝাই ট্রাকের চাকা ফেটে গেলে তা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিমপার্শ্বে এসে অটোরিক্সাকে চাপা দেয়।
শেরপুর ফায়ার সার্ভিস এর ষ্টেশন অফিসার মো. রতন হোসেন জানান, দুর্ঘটনায় আহত মা মারুফা বেগম (১৮) কে গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া তার সন্তান ও অটোরিক্সা চালক সুস্থ আছেন।
আহত মারুফা বেগম শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর গ্রামের মো. মাসুমের স্ত্রী বলে জানা গেছে।
Check Also
শেরপুরে ট্রাকের চাপায় শিশু নিহত
শেরপুর ডেস্কঃ বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী মো. সিজান হোসেন (৪) নামে এক …