শেরপর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুরে অবশেষে কমতে শুরু করেছে বন্যার পানি। পানি কমতে শুরু করায় ক্ষয়ক্ষতি কাটিয়ে নতুন স্বপ্ন বুনছে কৃষকেরা।
জানা গেছে, বাঙ্গালী ও করতোয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে শেরপুর উপজেলার প্রায় ৬০টি গ্রামে বন্যার পানি প্রবেশ করে। প্রায় দুই সপ্তাহ যাবত পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আতংক সৃষ্টি হয়। ডুবে যায় রোপা আমন বীজতলা, ধানতে, পাট, আখ, শাকসবজি হয় কৃষকের শত শত বিঘা জমির আবাদ।
কিন্তু শুক্রবার থেকে পানি কমতে শুরু করায় কৃষকেরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। বিনোদপুর গ্রামের ডা. জাহিদুল ইসলাম জানান, বাঙ্গালী নদীতে পানি কমতে শুরু করেছে। পানি কমে গেলে কৃষকেরা তাদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে চেষ্টা করবে।
Check Also
শেরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
শেরপুরনিউজ২৪ডটনেটঃ শেরপুর উপজেলা বিএনপির সভাপতিসহ ৪ নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে …