শেরপর নিউজ ২৪ ডট নেটঃ ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার মহিপুরে শনিবার ভোররাত সাড়ে ৫টার দিকে দুটি ট্রাক ও কোচের ত্রি মুখী সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় এক ট্রাক চালককে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের মহিপুর ফায়ার সার্ভিসের সামনে দুটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয় এসময় বগুড়াগামী এনা পরিবহনের একটি কোচ পিছন থেকে একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে কমপে ৫ জন আহত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শেরপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা মো. রতন হোসেন জানান, দুর্ঘটনায় এক ট্রাক চালকের অবস্থা বেশ গুরুতর। তাকে সহ অন্য আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
Check Also
শেরপুরে ট্রাকের চাপায় শিশু নিহত
শেরপুর ডেস্কঃ বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী মো. সিজান হোসেন (৪) নামে এক …