শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কর্তৃক প্রধান শিক্ষককে অবৈধভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদে কাশ বর্জন করে বিক্ষোভ করেছে বগুড়া জেলার সীমান্তবর্তী রাণীরহাট সিরাজগঞ্জ বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলামকে বরখাস্তের প্রতিবাদে বিদ্যালয়ের কয়েকশত শিক্ষার্থী কাশ বর্জন করে বিক্ষোভ প্রদর্শন করছে। এর সাথে যোগ দেয় এলাকার সাধারণ মানুষ।
এলাকাবাসী জানান, বিদ্যালয়ের সভাপতি মো. বাবলু হোসেন চার বছর যাবত দায়িত্ব পালন করছেন। গত ২৭ জুলাই ম্যানেজিং কমিটির সভাপতি প্রধান শিক্ষক ফরিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেন। শিক্ষক মো. আব্দুল মোমিনকে ভারপ্রাপ্ত প্রধান শিকের দায়িত্ব দেয়া হয়ছে। এরই প্রতিবাদে তিন দিন যাবত শিার্থীরা কাশ বর্জন অব্যাহত রেখেছে। তাদের দাবী স্যারকে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা কাসে ফিরব না।
এ ব্যাপারে বরখাস্তকৃত প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম জানান, সভাপতির অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করায় আমাকে বরখাস্ত করা হয়েছে।
বিদ্যালয়ের সভাপতি বাবলু হোসেন জানান, বার বার বলা স্বত্তেব বিদ্যালয়ের হিসাব না দেয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
Home / রাজশাহীর খবর / সিরাজগঞ্জ / তাড়াশ / প্রধান শিক্ষককে বরখাস্তের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাশ বর্জন