এম.এ.রাশেদঃ বগুড়ার ধুনটে নারী উত্যক্তকারীকে গ্রেফতারসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে উপজেলার সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসূচী পালন করে।
স্থানীয় ও অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার নিমগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামের ফজলুল হক মন্ডলের মেয়ে শিক্ষার্থী ফাইনুর আকতার। সে একই ইউনিয়নের সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর শ্লিলতাহানীর ঘটনায় নারী উত্তাক্তকরী কে দ্রুত গ্রেফতারের ২৪ ঘন্টার আলটিমেটামসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শ্লিলতাহানীর ঘটনায় ৩১ জুলাই শিক্ষার্থী ফাইনুর আকতার বাদি হয়ে মিঠু মন্ডলকে আসামি করে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
শিক্ষাথীরা জানায় গত ৩০ জুলাই সকালে বিদ্যালয়ে আসার পথে সোনাহাটা ফরিদপুর সড়কের মাঝামাঝি স্থানে বোখাটে মিঠু মন্ডলের শ্লিলতাহানীর শিকার হয় ফাইনুর আকতার। ২ সন্তানের জনক মিঠু মন্ডল একই ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের উত্তরপাড়া এলাকার আলাতব আলী মন্ডলের ছেলে। বৃহস্পতিবার সকালে নারী উক্তাক্তকারীর বিরুদ্ধে ব্যানার ও প্লে-কার্ড নিয়ে সোনাহাটা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে ৪ মাথা সিএনজি ষ্ট্যান্ডে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে মানবন্ধনে অংশ নেয় শিক্ষার্থীরা। এ সময় প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন ঘটনা স্থলে যায়। শিক্ষার্থীদের বিক্ষোভের সময় সংক্ষিপ্ত বক্তব্যে নারী উক্তাক্তকারীকে দ্রুত গ্রেফতারের আশ্বাষ দেয় ধুনট থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন। এ আশ্বাষ পেয়ে শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ সমাপ্ত করে। পরে স্থানীয় এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।