গোলাম রাব্বী আকন্দ : সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরীর আয়োজনে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে বুধবার বেলা ১১টায় একটি বিশাল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ অনুষ্ঠানে সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের সকল সদস্য এবং বেটখৈর দাখিল মাদরাসার সহ সুপার মুহাম্মদ আলমগীর হোসাইন, সহ মৌঃ মাওঃ সোলাইমান, জাহাংগীর আলম, সীমাবাড়ী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান, মজনু, সীমাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম, বেটখৈর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃশফিকুল ইসলাম ও আমিনুর।
বেটখৈর প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনোয়ারুল ইসলাম সহ সকল বিদ্যালয়ের ২৫ জন করে শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
মশক নিধন ও পরিচ্ছন্নতা র্যালীটি সীমাবাড়ীর বিভিন্ন এলাকা ঘুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়।
মশক নিধন ও পরিস্কার পনিচ্ছন্নতার উপর ছাত্র-ছাত্রীদের কে উপদেশ মুলক আলোচনা করেন চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী। সমাজের সকলের কাছে মশক নিধন ও পরিচ্ছন্নতার বিষয়টি শিক্ষার্থীদের পৌঁছে দেওয়ার আহব্বান জানান তিনি।