শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বাঙ্গালী নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি ভেঙ্গে পড়ার আশংকা দেখা দিয়েছে। যার ফলে এলাকাবাসী আতংকে দিন কাটাচ্ছে।
স্থানীয়রা জানায়, বাঙ্গালী নদীতে পানি বৃদ্ধি শুরু হলে বাঁধটির ধসে পড়া অংশ দিয়ে পানি গড়ার উপক্রম হলে সেটি বালু ও মাটির বস্তা ফেলে মেরামত করা হয়। কিন্তু দিন দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বাঁধটি রক্ষা করা কঠিন হয়ে দাঁিড়য়েছে। ইতোমধ্যে নদী তীরবর্তী কয়েকটি বাড়িঘর সরিয়ে নেয়া হয়েছে। আতংকে রয়েছেন এলাকাবাসী। বাঁধটি ভেঙ্গে পড়লে বিনোদপুর, চকসাদী, কাশিয়াবালাসহ শেরপুর উপজেলার বেশ কয়েকটি গ্রামে পানি প্রবেশের আশংকা রয়েছে।
এলাকাবাসী বাঁধটি রক্ষায় আশু পদক্ষেপ নেবার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।
Check Also
শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে পুকুরে পানিতে ডুবে আবির হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার …