শেরপুর নিউজ ২৪ ডট নেট : শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত শালফা -গজারিয়া ২কিলোমিটার রাস্তাটি উচুঁ ও পাকাকরণ হওয়ায় সেটি এখন ভ্রমণ পিপাসুদের বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে।
খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঞ্জুর প্রচেষ্টায় রাস্তাটি পাকা হওয়ায় বন্যা কবলিত প্রায় ৪টি গ্রামের মানুষের দুর্ভোগ দুর হয়েছে। পাশাপাশি প্রতিদিন বন্যার পানি দেখতে সেখানে ভীড় জমাচ্ছে শত শত নারী পুরুষ ও শিশুরা।
প্রতিদিন বিকালে রাস্তাটি যেন পরিণত হয় বিনোদন কেন্দ্রে। চারিদিকে থৈ থৈ পানি আর খোলা হাওয়া পেতে শহুরে মানুষ ছুটে যাচ্ছেন সেখানে।
এলাকাবাসী জানান, রাস্তাটি নির্মিত হওয়ায় দুর্ভোগ যেমন কমেছে তেমনি ভ্রমণ পিপাসুদের চাহিদাও মিটছে।
Check Also
শেরপুরে আরেক বন্ধুরও লাশ উদ্ধার
শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে নদী থেকে উদ্ধার হওয়া সাম্মাম (১৮) এর নিখোঁজ বন্ধু শিশিরেরও লাশ উদ্ধার …