নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ “নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই সুস্থ থাকি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশব্যাপীর ন্যায় বগুড়ার নন্দীগ্রামে বৃহস্পতিবার সকাল ১০টায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। র্যালী পরিবর্তীতে নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ’র সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুম ভদ্রাবতীতে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, নন্দীগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, উপজেলা সিনিয়র মৎস্য অফিসা দিপক কুমার হলদার, নির্বাচন কর্মকর্তা আশরাফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, নন্দীগ্রাম মডেল প্রেসকাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, পৌর কাউন্সিলর আলী হাসান, জালাল উদ্দিন, রতœা বেগম প্রমুখ। উল্লেখ্য, ২৫-৩১ জুলাই পর্যন্ত মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্যাপিত হবে।
Home / বগুড়ার খবর / নন্দীগ্রাম / নন্দীগ্রামে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা
Check Also
নন্দীগ্রামে ওএমএসের চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা প্যাকেজ এর আওতায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত …