শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুর উপজেলার গুয়াগাছি জয়লা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বুধবার বেলা সাড়ে ১০টায় ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুল উপলক্ষ্যে জনসচেতনতামুলক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব টিএম গফুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোকবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান,শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বুলবুল ইসলাম, সুঘাট ইউপি চেয়ারম্যান মো. আবু সাঈদ, সমাজসেবক আব্দুর রউফ খান, প্রধান শিক মো. মনিরুজ্জামান খান প্রমুখ।
জনসচেতনতামুলক সভায় প্রায় ৮টি শিা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
Check Also
শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে পুকুরে পানিতে ডুবে আবির হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার …