শেরপুর নিউজ ২৪ ডট নেট : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসষ্ট্যান্ড এলাকা এখন করতোয়া গেটলক বাসের দখলে। রাস্তার উপর দিন রাত ২৪ ঘন্টা দুই থেকে তিন সারি করে বাস দাঁড় করিয়ে রাখায় সৃষ্টি হচ্ছে নানা দুর্ভোগ।
জানা গেছে, শেরপুর থেকে বগুড়াগামী করতোয়া গেটলক সার্ভিসের ৬০টি বাস চলাচল করে। এগুলো মহাসড়কের শেরপুর বাসষ্ট্যান্ড এলাকার সাবেক রঙ্গিলা সিনেমা হল এর সামনে থেকে চলাচল করে। কিন্তু দিন রাত ২৪ ঘন্টা মহাসড়কের উপর দুই থেকে তিন সারি করে বাস দাঁড় করিয়ে রাখায় পথচারীদের চলাচলসহ স্থানীয়দের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। সৃষ্টি হচ্ছে দুর্ঘটনাসহ নানা ঝুঁকির।
পথচারীরা জানান, রাস্তার উপর এভাবে গাড়ি থেমে রাখায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। তাছাড়া দুরপাল্লার গাড়িগুলোও সঠিকভাবে চলতে পারে না।
চা বিক্রেতা আব্দুল মালেক জানান, মহাসড়কের উপর দুই তিন লাইন করে বাস রাখায় ব্যবসায় ধস নেমেছে। ক্রেতারা দোকানে আসছে না।
একজন চালক জানান, বাস রাখার জন্য টার্মিনালে জায়গা না থাকায় বাধ্য হয়ে রাস্তার উপরই গাড়ি রাখতে হয়।
করতোয়া গেটলক বাস সার্ভিস এর চেইন মাষ্টার মো. হাদিউজ্জমান জানান, এলোমেলোভাবে বাস না রাখার জন্য বারবার চালকদের অনুরোধ করেও কোন লাভ হয় না। শেরপুর টাউন ফাঁড়ির টিএসআই শাহ আলম জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে।
Check Also
শেরপুরে গ্যাস ট্যাবলেট পানে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
শেরপুর ডেস্কঃ বগুড়ার শেরপুর উপজেলার হাজিপুর এলাকায় পরিবারের উপর অভিমান করে জিসান (২২) ও ফারজানা …