শেরপুর নিউজ ২৪ ডট নেট : বগুড়ার শেরপুরের কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় শুক্রবার বিকালে ট্রাকের চাপায় রাব্বি হোসেন (২৫) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত রাব্বী হোসেন শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী গ্রামের রুমি হোসেনের ছেলে। দুর্ঘটনায় আরেক যুবক গুরুতর আহত হলে তাকে শজিমেক হাসপাতালে নেয়া হয়েছে।
শেরপুর ফায়ার সার্ভিস এর ষ্টেশন অফিসার রতন হোসেন জানান, শুক্রবার বিকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় একটি ট্রাক মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই রাব্বী হোসেন মারা যায়। এসময় গুরুতর আহত আরেক মোটর সাইকেল আরোহীকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো.হুমায়ুন কবীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
Check Also
শেরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
শেরপুরনিউজ২৪ডটনেটঃ শেরপুর উপজেলা বিএনপির সভাপতিসহ ৪ নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে …