শেরপুর নিউজ ২৪ ডট নেট : বগুড়ার শেরপুর উপজেলার গুয়াগাছি গ্রামে ঘরের সিদ কেঁটে অষ্টম শ্রেনীর ছাত্রীর গলায় ধারালো অস্ত্রের জখম করার অভিযোগ উঠেছে।
এলাকাবাসী জানান, শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের গুয়াগাছী গ্রামের মো. কামরুল ইসলামের মেয়ে অষ্টম শ্রেনীর ছাত্রী মোছা. কামনা খাতুনের শয়ন কক্ষে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাত ব্যক্তি সিদ কেঁেট প্রবেশ করে। এসময় কামনা খাতুন চিৎকার করলে সে তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
বুধবার সকালে তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার গলায় বেশ কয়েকটি সেলাই দেয়া হয়েছে বলে জানা গেছে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মাহজাবিন আক্তার জানান, ধারালো কিছুর আঘাতে ওই ছাত্রীর গলায় চামড়ায় তিন ইঞ্চি জখম হয়েছে। তবে সে আশংকামুক্ত।
কামনা খাতুন জানান, এক ব্যক্তি ঘরে ঢুকে জোরপুর্বক তার শরীরে স্পর্শ করার চেষ্টা করলে সে চিৎকার করে। এসময় সে গলায় আঘাত করে পালিয়ে যায়।
খবর পেয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বুলবুল ইসলাম হাসপাতালের ওই ছাত্রীকে দেখতে যান। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
Check Also
শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে পুকুরে পানিতে ডুবে আবির হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার …