শেরপুর নিউজ ২৪ ডট নেট : বগুড়ার শেরপুর শহরের স্যানালপাড়ায় শনিবার বিকালে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, শনিবার বিকাল সোয়া তিনটার দিকে শহরের স্যানালপাড়াস্থ ইমরুল হোসেনের নির্মাণাধীন ভবনের তিনতলায় কাজ করার সময় এসএস পাইপ ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন তারের সঙ্গে লাগলে দুই শ্রমিক গুরুতর আহত হয়। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলো- শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের খাগা আশ্রম পাড়ার চান্দু সরকারের ছেলে মো. রবিউল (৩২) ও শাহবন্দেগী ইউনিয়নের চকপোতা গ্রামের আব্দুস সালামের ছেলে মো.শাহ আলম (২৮)।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, বিদ্যুতস্পৃষ্টে আহত হলে তাদের দুইজনকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে রবিউলের মৃত্যু হয়। এরপর আহত শাহ আলম কে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হলে সেখানে তারও মৃত্যু হয়।
