শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুর থানা পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে শেরপুর শহর ও আশেপাশের এলাকা থেকে ৫ মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে শেরপুর থানায় পৃথক পৃথক ৫টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামের ইবরাহীম হোসেনের ছেলে শাহীন শেখ (৪৫), উত্তরসাহাপাড়া এলাকার মাফলের চেলে শাহজামাল মিয়া (২৫),শাহজাহানপুর উপজেরার রহিমাবাদ এলাকার ওমর আলীর ছেলে আমিরুর ওরফে হামিদুল (৪০), উত্তরসাহাপাড়ার মো. জনি মিয়ার স্ত্রী পলি খাতুন (২৫) ও ফারুকের স্ত্রী স্বপ্না খাতুন (২৭)।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ন কবীর জানান, গ্রেপ্তারকৃতদের সবাই মাদকবিক্রেতা। তাদের নিকট থেকে ইয়াবাসহ নানা ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Check Also
শেরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
শেরপুরনিউজ২৪ডটনেটঃ শেরপুর উপজেলা বিএনপির সভাপতিসহ ৪ নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে …