শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি সৌমেন্দ্র সরকার বলেছেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধনের দেশ। দেশে সকল সনাতন ধর্মাবলম্বীদের পুজা অর্চ্চনাসহ বিভিন্ন অনুষ্ঠানাদি সুষ্ঠ, শান্তিপূর্ণভাবে পালন করতে সকল ধরণের নিরাপত্তা বজায় রাখতে বর্তমান সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর থাকে। তাছাড়া দেশের অনেক হিন্দু অধ্যুষিত এলাকার মধ্যে বগুড়ার শেরপুরের হিন্দুরা তাদের স্ব-ধর্ম পালনে অন্যতম অবস্থানে রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অবাধ ও আরো শান্তিময় করতে সরকারের প্রশাসনের প্রতি আরো আন্তরিক সহযোগীতা কামনা করছি।
৫ জুলাই শুক্রবার দুপুরে বগুড়ার শেরপুর পৌরশহরের গোসাইপাড়ায় নব নির্মিত শ্রীশ্রী দূর্গামাতা ও গুন্ডিচা মন্দিরের শুভ উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শ্রীশ্রী দূর্গামাতা ও গুন্ডিচা মন্দির পরিচালনা কমিটির সভাপতি উদয় শংকর সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা দায়েরা জজ শ্রী নরেশ চন্দ্র সরকার, বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল আউয়াল, শেরপুর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী সেখ, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অরুনাংশ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিরাজগঞ্জ জেলার সিনিয়র সহকারী জজ বাদল কুমার চন্দ্র, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিস্কৃতি ছাগিদক, বগুড়ার সহকারী জজ রাহুল দেব, শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম, সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শেরপুর শাখার সভাপতি প্রকাশ কুমার সরকার, সাধারণ সম্পাদক দীপক কুমার সরকার, দূর্গামাতা ও গুন্ডিচা মন্দির কমিটির সাধারণ সম্পাদক পার্থ সারথী সাহা, প্রদীপ চন্দ্র সাহা, সাবেক কমিশনার চঞ্চল কুমার সাহা, রঞ্জন কুমার সাহা, উত্তম ঘোষ, পাপ্পা সাহা, জীবন ঘোষ, দেবাশীষ ঘোষ অপু, সাংবাদিক বাধন কর্মকার শ্রীকৃষ্ণ প্রমুখসহ শত শত ভক্ত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ফিতা কেটে শ্রীশ্রী দূর্গামাতা ও গুন্ডিচা মন্দিরের নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন।
Check Also
শেরপুরে গ্যাস ট্যাবলেট পানে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
শেরপুর ডেস্কঃ বগুড়ার শেরপুর উপজেলার হাজিপুর এলাকায় পরিবারের উপর অভিমান করে জিসান (২২) ও ফারজানা …