শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুরে স্কুল শিক্ষিকা মা কে বাবার সঙ্গে গিয়ে খাবার দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে নয় বছরের মেয়ে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে শেরপুর উপজেলার জামাইল-রানীরহাট আঞ্চলিক সড়কের কয়া গাড়ি এলাকায়।
এলাকাবাসী জানান, মঙ্গলবার বেলা ১১ টার দিকে বাবা মানিক দাসের সাথে মেয়ে নবশ্রী দাস (৯) তার মা কচুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা বহিৃলতা দাসের কাছে গিয়ে দুপুরের খাবার পৌঁছে দিয়ে ফেরার পথে মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহত নবশ্রী দাস শেরপুর শহরের স্যানালপাড়ার মানিক দাসের মেয়ে এবং শেরউড ইন্টারন্যাশাল স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেনীর মেধাবী ছাত্রী।
মেয়ের মৃত্যুর খবর পেয়ে স্কুল শিকিা মা জ্ঞান হারিয়ে বর্তমানে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি বলে জানা গেছে।
Check Also
শেরপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তির প্রতিবাদ করায় আওয়ামী লীগ নেতাকে মারপিট
শেরপুরনিউজ২৪ডটনেটঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটুক্তির প্রতিবাদ করায় বগুড়ার শেরপুরে এক আওয়ামী লীগ নেতাকে মারপিট …