শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুর মডেল প্রেসক্লাবে বৃহস্পতিবার বিকালে জীবনের নিরাপত্তার দাবীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার কুসুম্বী ইউনিয়নের মালিহাটা গ্রামের মো. আজাহার আলী।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি গ্রামের একজন সাধারণ কৃষক। আমি আমার দখলকৃত সম্পত্তি চাষাবাদ করে জীবন জীবিকা নির্বাহ করে আসছি। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করছে এলাকার কতিপয় মামলাবাজ ব্যক্তি। এমনকি মামলায় পরাজিত হওয়ায় আমার দখলকৃত সম্পত্তি জোরপুর্বক দখলের জন্য প্রশাসনকে ভুল তথ্য দিয়ে আমার উপর নির্যাতন করার অপচেষ্টায় লিপ্ত আছে।
তিনি জানান, মালিহাটা গ্রামের মৃত আজগর আলীর ছেলে আরিফুল, ইজুন, মৃত আলতাব আলীর ছেলে সোহরাব, ছাত্তার সহ আরো বেশ কয়েকজন তাকে নানা রকম ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। তাই তিনি পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি তার বিরুদ্ধে মিথ্যা মামলাকারীদের অত্যাচার ও নির্যাতন থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তপে কামনা করেছেন।
এ ব্যাপারে মালিহাটা গ্রামের তার প্রতিপক্ষদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।