শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা ব্রীজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আটকে গেল কার্গো পরিবহন যার ফলে দুই পাশে শত শত যানবাহন আটকা করে দেখা দিল দুর্ভোগ।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৮টার দিকে মহাসড়কের ঘোগা ব্রীজের উপরে।
এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ষ্টেশন অফিসার মো. রতন হোসেন জানান, ঢাকাগামী কার্গোটির সাথে অপর একটি ট্রাকের সংঘর্ষ হলে নিয়ন্ত্রণ হারিয়ে কার্গোটি ব্রীজের রেলিং এর সাথে আটকে মহাসড়কের উপর আড়াআড়ি আটকে যায়। এতে এর চালক ভোলা জেলার বাসিন্দা মো. রোমান হোসেন সহ দুই জন আহত হন। দমকলকর্মীরা তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠায়।
অল্পের জন্য কার্গো পরিবহনটি ব্রীজ থেকে খাদে না পড়লেও দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশ্বের্ শত শত যানবাহন আটকা পড়ে। প্রায় দুই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
Check Also
শেরপুরে ৭ বছরের কন্যা শিশুকে যৌন হয়রানি
শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে সাত বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সী এক …