শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারের দক্ষিণ পার্শ্বে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি (৫০) নিহত হয়েছে। আহত হয়েছে চালক সহ দুই জন।
শেরপুর ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, শুক্রবার ভোর ৫টার দিকে মহাসড়কের মির্জাপুর বাজারের দক্ষিণ পার্শ্বে ঢাকাগামী একটি ট্রাক অপর একটি ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকটির একজন যাত্রী নিহত হয়।
দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। তবে তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
শেরপুর থানার ডিউটি অফিসার এসআই মিলন হোসেন জানান, নিহতের কোন নাম পরিচয় পাওয়া যায়নি। হাইওয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করেছে।
Check Also
শেরপুরে দাঁড়ানো প্রাইভেট কারকে বাসের ধাক্কা, আহত ২
শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে দাঁড়িয়ে থাকা এক প্রাইভেট কারকে ঢাকাগামী একটি বাস ধাক্কা দেয়ায় দুইজন আহত …