এম.এ. রাশেদঃ বগুড়ার ধুনটে রাবেয়া খাতুন (৩০) নামে এক অন্তঃসত্তা গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার গোপালনগর ইউনিয়নের রান্ডিলা আতাউল্লাহ গ্রামে স্বামীর বাড়ী থেকে ওই গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে। সে ওই গ্রামের পশ্চিমপাড়া এলাকার তাঁত শ্রমিক হাশেম আলীর স্ত্রী।
স্থানীয়সূত্রে জানাগেছে, প্রায় ১৫ বছর আগে ধুনট উপজেলার রান্ডিলা আতাউল্লাহ গ্রামের পশ্চিমপাড়া এলাকার ছাকামুন মুন্সির ছেলে তাঁত শ্রমিক হাসেম আলীর সাথে সিরাজগঞ্জ জেলা সদর উপজেলার জানপুর গ্রামের আবু সাইদের মেয়ে রাবেয়া খাতুনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুই কন্যা সন্তান জন্ম গ্রহন করে। ঘটনার দিন শনিবার সকালে ওই দম্পতির মেয়ে সাইবা ও রুমী পাশ্ববর্তী দাদার বাড়ী যায় ও স্বামী হাসেম আলী তাঁত শ্রমিকের কাজে যায়। দপুরে দাদার বাড়ি থেকে ফিরে ঘরের দরজা বন্ধ দেখে দুই মেয়ে কান্নকাটি করতে থাকে। পরে স্থানীয়রা ঘরের তীরের সাথে গলায় দড়ি পেঁচানো অবস্থায় অন্তঃসত্তা রাবেয়া খাতুনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাত ১০টায় লাশ উদ্ধার করে থানা পুলিশ।
ধুনট থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।