শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়া সদরের নিশিন্দার ইউনিয়নের ঠেঙ্গামারা এলাকার এক মা একই সাথে তিন জন কন্যা সন্তান জন্ম দিয়েছন।
জানা গেছে ঠেঙ্গামারা এলাকার ঠান্ডা মিয়ার পুত্র মেহেদী হাসান রকি গত ২ বছর পুর্বে উপ শহর এলাকার রিতু আক্তার বাবলীকে বিবাহ করে। বিবাহের পর থেকে সুখে শান্তিতে তাদের সংসার চলা কালে শুক্রবার রাতে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে রিতু আক্তার বাবলী একই সাথে পর পর তিন জন কন্যা সন্তানের জন্ম দেয়। সন্তান তিন জন সুস্থ্য ও হাস্যোজ্জল রয়েছে । এতে করে তারা সবাই খুশি। সন্তানের পিতা মাতা তাদের সন্তান সহ সবার জন্য দোয়া কামনা করেছেন।
Check Also
উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে- রাগেবুল আহসান রিপু
শেরপুর ডেস্কঃ বগুড়া উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপু বলেছেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ …