শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুর উপজেলায় ৬ষ্ঠ কৃষি শুমারি (কৃষি শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ) গত ৯ জুন রবিবার থেকে শুরু হয়েছে। এই শুমারি চলবে আগামী ২০ জুন সোমবার পর্যন্ত।
শেরপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভাকে ৫টি জোনে বিভক্ত করে এই শুমারি কার্যক্রম চলছে। এতে গণনাকারিরা বাড়ি বাড়ি গিয়ে জমিজমা, পুকুর, ফসল, গাছপালা, হাঁসমুরগী ও প্রাণিসম্পদের তথ্য সংগ্রহ করবেন।
শেরপুর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সুজন কুমার জানান, ৫টি জোনে ৩৯০ জন গণনাকারী ও ৬২ জন সুপারভাইজার নিয়োজিত রয়েছেন। তাদের দুইটি ব্যাচে তিনদিনের প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে কৃষি শুমারির নির্দিষ্ট ফরমের তথ্য সংগ্রহ করবেন। এ কাজে সবাইকে সহযোগিতা করার জন্য তিনি আহবান জানিয়েছেন।
