শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ায় মাঠে নেমেছেন প্রার্থীরা। তারা এখন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে। নিজেদের অবস্থান তুলে ধরে আগামীর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। সদর উপজেলার সকল উন্নয়নের মাধ্যমে একটি মডেল উপজেলা গড়তে চান প্রার্থীরা। নানাভাবে ভোটারদের পক্ষে নিতে তাদের কৌশল কাজে লাগাচ্ছেন। ঈদের ছুটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানার ফেষ্টুন প্যানা টাঙ্গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রার্থীরা। আগামী ২৪ জুন বগুড়া সদর ৬ আসনের উপ-নির্বাচন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিজয়ী হয়েছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় তার আসনটি শূন্য ঘোষনা করেন। পরে নির্বাচন কমিশন ২৪ জুন উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেন। এই উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি, স্বতন্ত্র প্রার্থীসহ ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত টি জামান নিকেতা, আর বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ, জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর, বাংলাদেশ কংগ্রেসের ড.মনসুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠু ও মো. মিনহাজ প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৭ জন প্রার্থী থাকলেও আনুষ্ঠানিক প্রচারে রয়েছেন প্রধান তিন দলের প্রার্থী।
Check Also
ভোটের ফল বর্জন হিরো আলমের
শেরপুর ডেস্কঃ ভোট সুষ্ঠু না হওয়ার অভিযোগ করে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনের ফল বর্জন করেছেন …