শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ মহাসড়কের মেরামত কাজ চলছিল। বেপোরোয়া কোচ নির্মাণ শ্রমিক ফরিদ হোসেন (৩৫) কে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ছোনকা বাসষ্ট্যান্ড এলাকায়।
প্রত্যদর্শীরা জানান, বেলা ১১টার দিকে ঢাকাগামী একটি কোচ মহাসড়কের সংষ্কার কাজে নিয়োজিত শ্রমিক ফরিদ কে চাপা দিয়ে আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই শ্রমিক মারা যান।
নিহত ফরিদ হোসেন বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার শাহাদত হোসেনের ছেলে। এ সময় আরও দুই জন আহত হন বলে জানা গেছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর মৃত্যুর সত্যতা স্বীকার করেছেন।
Check Also
শেরপুরে ৭ বছরের কন্যা শিশুকে যৌন হয়রানি
শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে সাত বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সী এক …