শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে কর্মস্থলমুখী যাত্রীদের নিকট থেকে বগুড়ার শেরপুরে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ঈদের পর দিন থেকে শেরপুর শহরের খেজুরতলাস্থ ঢাকা বাস টার্মিনালে টিকেটে এবং বিনা টিকেটে অতিরিক্ত ভাড়া আদায় করা হলেও যেন দেখার কেউ নেই।
জানা গেছে, যাত্রীরা বাধ্য হয়েই কর্মস্থলে যাবার জন্য ৩শ থেকে সাড়ে ৩শ টাকার ভাড়া ৫শ টাকা থেকে ৮শ টাকা দিতে বাধ্য হচ্ছে। কাউন্টারগুলো ছাড়াও ভ্রাম্যমাণ কাউন্টার বসিয়ে লক্কর ঝক্কর মার্কা বাসের জন্য অতিরিক্ত এই ভাড়া নেয়া হচ্ছে। কখনো টিকেটের মাধ্যমে কখনো টিকেট ছাড়াই যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
ভুক্তভোগী যাত্রীরা জানান, ছুটি শেষ। কর্মস্থলে যেতেই হবে। তাই অতিরিক্ত ভাড়া দিয়ে হলেও যেতেই হচ্ছে।
অথচ যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া নেয়া হলেও সেদিকে স্থানীয় প্রশাসনের কোন দৃষ্টি নেই।
Check Also
শেরপুরে গ্যাস ট্যাবলেট পানে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
শেরপুর ডেস্কঃ বগুড়ার শেরপুর উপজেলার হাজিপুর এলাকায় পরিবারের উপর অভিমান করে জিসান (২২) ও ফারজানা …