শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের পাচঁদেউলী বেলতলা নামকস্থানে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ঈদ মেলায় অশ্লীল নৃত্য ও জমজমাট জুয়া চলছে। ঈদ মেলার নামে নারী দেহের নগ্ন প্রদর্শনী ও জুয়ার আয়োজন করায় এলাকাবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, এ বছর রোজার কারণে রানীরহাট মেলার আয়োজন না হওয়ায় পাচঁদেউলী গ্রামের বকুল, ফাইসুল সহ কয়েকজন ব্যক্তি মিলে বেলতলা নামক স্থানে ঈদ মেলার নামে বিচিত্রা ও জুয়ার আয়োজন করে। প্রশাসনের কতিপয় ব্যক্তিকে ম্যানেজ করে শুরু হওয়া জমজমাট অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চলবে আরো কয়েকদিন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, এ ব্যাপারে আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। বিষয়টি দেখব।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ জানান, শেরপুরে ঈদ মেলার অনুমতির জন্য কেউ আবেদন করেনি। অশ্লীল নৃত্য ও জুয়া চলার কোন খবর পাইনি। এগুলো বন্ধে ব্যবস্থা নেয়া হবে।
Check Also
শেরপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তির প্রতিবাদ করায় আওয়ামী লীগ নেতাকে মারপিট
শেরপুরনিউজ২৪ডটনেটঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটুক্তির প্রতিবাদ করায় বগুড়ার শেরপুরে এক আওয়ামী লীগ নেতাকে মারপিট …