দীর্ঘ ২২ দিন পর অবরুদ্ধ বিএনপি অফিসের তালা খুলে দিয়ে অফিসে প্রবেশ করলো বিক্ষুদ্ধ তুণমুল নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে তৃণমুল নেতাকর্মীরা দলীয় অফিসের সামনে সমবেত হতে শুরু করে। শহেরর চেলোপাড়া থেকে পরিমল চন্দ্র দাসের নেতৃত্বে ধানের শীষের মিছিল নিয়ে দলীয় অফিসে আসেন নেতা কর্মীরা । জেলা যুবদলের সাবেক সভাপতি সিপার আল বখতিয়ার ও জেলা জাসাস এর সাবেক সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন পশারী হিরু দলীয় কর্মীদের নিয়ে আগেই চলে আসেন দলীয় আফিসে বেলা ১টার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহ মেহেদী হাসান হিমু দলীয় অফিসে আসার পরই সকল নেতাকর্মীদের নিয়ে সিপার আল বখতিয়ার একসাথে দলীয় অফিসে ঝুলানো ১৪টি তালা খুলে ভিতরে প্রবেশ করেন।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পরিমল চন্দ্র দাস.সিপাল আল বখতিয়ার, শাহ মেহেদী হাসান হিমু,দেলোয়ার হোসেন পশারী হিরু,তৌহিদুল ইসলাম বিটু, শাহাবুল আলম পিপলু, প্রমুখ ।
নেতা কর্মীরা দলীয় অফিসে প্রবেশ করে নিজেদের মধ্যে ঈদের কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।
দলীয় অফিসে দীর্ঘদিন পর তালা খুলে দেওয়ার বিষয়ে সিপার আল বখতিয়ার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তৃণমুল নেতাকর্মীরা তালা খুলে দিল । এখন সবাই ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনা চালাবে।