Home / বিনোদন / সেরা অভিনেতা ক্যাসি অ্যাফলেক, অভিনেত্রী এমা স্টোন

সেরা অভিনেতা ক্যাসি অ্যাফলেক, অভিনেত্রী এমা স্টোন

casey-affleck-emma-stone_273364এ বছর অস্কারে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন দুই মার্কিনী ক্যাসি অ্যাফলেক ও এমা স্টোন।

‘ম্যানচেস্টার বাই দ্য সি’ ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে অ্যাফলেক জিতেছেন সেরা অভিনেতার অস্কার। আর গত বছরের সাড়া জাগানো ছবি ‘লা লা ল্যান্ড’-এ অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন এমা।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে স্থানীয় সময় রোববার রাতে বসে ৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডের এই আসর।

সেরা অভিনেতার অস্কার জিততে ক্যাসি অ্যাফলেককে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় ড্যানজেল ওয়াশিংটন, রায়ান গোসলিং, অ্যান্ড্রিউ গারফিল্ড ও ভিগো মোরটেনসের মতো অভিনেতাদের সঙ্গে।

অন্যদিকে ইসাবেল মেরিল স্ট্রিপ, নাটালি পোর্টম্যান, হুপার্ট ও রুথ নেগার মতো অভিনেত্রীদের হটিয়ে এমা স্টোন জিতে নেন সেরা অভিনেত্রীর অস্কার।

Check Also

পরীমনির জামিন মঞ্জুর

শেরপুর ডেস্কঃ রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরীমনির …

Contact Us