Bogura Sherpur Online News Paper

রাজনীতি

মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিতে পারেন খালেদা জিয়া

শেরপুর নিউজ ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষ্যে ‘মুক্তিযোদ্ধা সমাবেশ’ করবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। ২১ ডিসেম্বর শনিবার রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সমাবেশ হবে। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নেওয়ার কথা রয়েছে। এই সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি দলীয় একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। সবকিছু ঠিক থাকলে দীর্ঘ প্রায় ৬ বছর পর প্রথম কোনো সমাবেশে অংশ নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন।

সূত্র জানায়, ওইদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সমাবেশে যাওয়ার মতো সুস্থতা থাকলে তিনি অংশ নেবেন। এজন্য সমাবেশ ২ ঘণ্টার মধ্যে শেষ করা হবে। খালেদা জিয়া ছাড়াও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকবেন। সারা দেশ থেকে মুক্তিযোদ্ধা দলের শীর্ষ নেতারাও সমাবেশে যোগ দেবেন।

এ ব্যাপারে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান যুগান্তরকে বলেন, বিজয় দিবসের ওপর ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ হবে। আমরা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সমাবেশ করব। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা দিয়েছেন সমাবেশে খালেদা জিয়াকে উপস্থিত রাখবেন।

এদিকে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, শুনেছি ম্যাডাম (খালেদা জিয়া) মুক্তিযোদ্ধা দলের কর্মসূচিতে অংশ নিতে পারেন। ইনশাআল্লাহ তিনি সুস্থ থাকলে সমাবেশে যাবেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us