Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

ধুনটে সুদের টাকা না পেয়ে গরু নিয়ে গেল দাদন ব্যবসায়ী

 

ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনট উপজেলায় সুদের টাকা দিতে না পারায় সুমির চন্দ্র শীল নামে এক ব্যক্তির বাড়ি থেকে জোর করে একটি গরু নিয়ে গেছে দাদন ব্যবসায়ী ও তার লোকজন। সুমির চন্দ্র শীল উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটি গ্রামের তারাপদ শীলের ছেলে। এ ঘটনায় সুমির চন্দ্র শীল বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমির চন্দ্র শীল একজন বেকার মানুষ। তার চার সদস্যের পরিবার। তাদের অভাব-অনটনের সংসার। জীবিকার তাগিদে একটি গাভী পালন করেন সুমির। প্রতিদিন সকাল-বিকেল ওই গাভীর দুধ বিক্রি করে কোন রকমে চলে সুমির চন্দ্রের সংসার।

তার ছেলে কলেজে ও মেয়ে উচ্চ বিদ্যালয়ে লেখাপাড়া করে। ছেলে-মেয়ের লেখাপড়া ও সংসারের খরচ যোগাতে চরম আর্থিক সংকটে পড়েন সুমির চন্দ্র শীল। এ অবস্থায় সুমির চন্দ্র প্রায় দুই বছর আগে স্ট্যাম্পে সই দিয়ে প্রতিবেশী বিমল চন্দ্রের ছেলে সঞ্জয় কুমার মোহন্তের কাছ থেকে বার্ষিক ২৫ হাজার টাকা সুদে ১ লাখ টাকা ঋণ নেন।

বার্ষিক সুদের টাকা দুই কিস্তিতে পরিশোধ করার শর্ত রয়েছে। শর্ত অনুযায়ী ঋণ গ্রহণের ছয় মাস পর ১৩ হাজার টাকা পরিশোধ করেছেন সুমির। এরপর অভাব-অনটনের কারণে সুমির চন্দ্র সুদের টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। এতে সুদ-আসলে সুমির চন্দ্রের টাকার পরিমাণ দাড়ায় ১ লাখ ৩৭ হাজার টাকা।

এই টাকা দিতে না পারায় ২৫ অক্টোবর সকালে সুমির চন্দ্রের বাড়ি থেকে একটি গরু জোরপূর্বক নিয়ে গেছে সঞ্জয় কুমার মোহন্ত ও তার লোকজন। এসময় সুমির চন্দ্র ও তার পরিবারের লোকজন তাদের শেষ সম্বল গরুটি নিয়ে যেতে বাধা দেন। তখন তারা ক্ষুব্ধ হয়ে সুমির চন্দ্র ও তার পরিবারের লোকজনকে মারধর করে।

এ ঘটনায় সুমির চন্দ্র শীল বাদি হয়ে ওই দিনই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগে সুঞ্জয় কুমার মোহন্তসহ চারজনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে সঞ্জয় কুমার মোহন্ত বলেন, শর্ত অনুযায়ী সুমির চন্দ্রের কাছে ১ লাখ ৩৭ হাজার টাকা পাওনা আছি।

সুমির গরু বিক্রি করে আমার টাকা পরিশোধ করতে চেয়েছিলেন। তাই সুমিরের সাথে কথা বলে সমঝোতার ভিত্তিতে তার গরুটি নিয়ে এসেছি। তার বাড়ি থেকে জোরপূর্বক গরু আনার অভিযোগটি সঠিক না। ধুনট থানার এসআই মোহাম্মাদ আলী বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us