সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / গোপালগঞ্জে শেখ সেলিমসহ ১ হাজার ৬১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা

গোপালগঞ্জে শেখ সেলিমসহ ১ হাজার ৬১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা

শেরপুর নিউজ ডেস্ক:

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার ঘটনায় শেখ ফজলুল করিম সেলিমসহ ১ হাজার ৬১৮ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

শওকত আলী দিদারের স্ত্রী রাবেয়া রহমান মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি করেন। মামলায় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভানেত্রী নাজমা আক্তারসহ ১১৮ জন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ১ হাজার ৫০০ জনকে এ হত্যা মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে।

বাদী রাবেয়া রহমান জানান, গত ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী গাড়ি বহর নিয়ে গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছিলেন। গাড়ি বহরে তার স্বামী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার ছিলেন। বহরটি সদর উপজেলার চরাপাথালিয়া দোলা পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় আসামিরা তার স্বামীকে পিটিয়ে হত্যা করে। গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে আটক করেছি। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Check Also

শেরপুরে ইটভাটায় ডাকাতি থানায় অভিযোগ

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার শাফলজানি এলাকায় এমকেবি ইটভাটায় ২৯ সেপ্টেম্বর রবিবার রাতে দুর্ধর্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =

Contact Us