ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে মাদক সেবনের সময় বাপ্পী সরকার (২১) নামের এক মাদক সেবীকে বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে পৌরশহরের দক্ষিণসাহা পাড়া এলাকা থেকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসে কারাদন্ড ও ৫শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, প্রতিনিয়ত শহরের বিভিন্ন এলাকায় মাদক সেবীরা জনসম্মুখে মাদক সেবন করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিনসাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল সেবনের সময় হাতে নাতে বাপ্পী সরকারকে আটক করে। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস.এম রেজাউল করিম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৬ মাসে কারাদন্ড ও ৫শ টাকা অর্থদন্ড প্রদান করেন। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস.এম রেজাউল করিম বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।