Home / দেশের খবর / শঙ্কা থাকার পরও ইসি নির্বাচন আয়োজনে সফল: সিইসি

শঙ্কা থাকার পরও ইসি নির্বাচন আয়োজনে সফল: সিইসি

শেরপুর নিউজ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা উদ্বেগ ও শঙ্কা থাকার পরও নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনে সফল হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে নির্বাচন-পরবর্তী ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।

সিইসি বলেন, রাজনীতির বড় অংশ নির্বাচনে অংশগ্রহণ না করায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুব বেশি অংশগ্রহণমূলক না হলেও নির্বাচন আয়োজন করায় জনগণ সাময়িকভাবে হলেও স্বস্তি পেয়েছে। ত্রিমুখী চাপে নির্বাচন সুষ্ঠু করতে কমিশন বদ্ধপরিকর ভূমিকা পালন করেছে এবং সরকারের সহায়তা ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন সম্ভব ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, কোনো নির্বাচনই বিতর্কের ঊর্ধ্বে যেতে পারেনি। এই নির্বাচনও বিতর্কের ঊর্ধ্বে যেতে পারেনি, তবে সহিংসতার যে আশঙ্কা ছিল তার ঊর্ধ্বে গিয়েছে। আমরা ত্রিমুখী চাপে নির্বাচন সুষ্ঠু করতে উদ্বুদ্ধ হয়েছি৷ সরকারের সহায়তা ছাড়া সম্ভব ছিল না। সরকারের সঙ্গে তার কোনো গোপন এজেন্ডা ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

Check Also

চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: চার দিনের সরকারি সফর শেষে চীন থেকে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =

Contact Us