সর্বশেষ সংবাদ
Home / অর্থনীতি / পোশাক রপ্তানি বেড়েছে ৭ শতাংশ

পোশাক রপ্তানি বেড়েছে ৭ শতাংশ

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের তৈরি পোশাক পণ্য আগস্ট মাসে বিশ্ববাজারে রপ্তানি হয়েছে ৪০৪ কোটি ৪৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। যা ২০২২ সালের একই সময়ে ছিল ৩৭৪ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ ২০২২ সালের আগস্ট মাসের তুলনায় ২০২৩ সালের আগস্ট মাসে রপ্তানি বেড়েছে ২৯ কোটি ৯১ লাখ ডলার বা ৭ দশমিক ৯৯ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

ইপিবির তথ্য মতে, ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) ৭৯৯ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার সমপরিমাণ পোশাক পণ্য রপ্তানি হয়েছে। যা ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে ছিল ৭১১ কোটি ২৬ লাখ ৭০ হাজার ডলার সমপরিমাণ পণ্য। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে জুলাই ও আগস্ট মাসে ১২ দশমিক ৪৬ শতাংশ রপ্তানি বেড়েছে। দুই রকম পোশাক পণ্যের মধ্যে শুধু চলতি অর্থবছরের আগস্ট মাসে ওভেন পোশাক খাতে ১৭২ কোটি ৯১ লাখ ৩০ হাজার ডলার সমপরিমাণ পণ্য রপ্তানি হয়েছে, যা ২০২২ সালের একই সময়ে ছিল ১৬৮ কোটি ৪২ লাখ ৩০ হাজার ডলার। অর্থাৎ পণ্য রপ্তানি বেড়েছে ২ দশমিক ৬৭ শতাংশ। অন্যদিকে নিট পোশাক খাতে আগস্ট মাসে ২৩১ কোটি ৫৭ লাখ ৩০ হাজার ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে, যা ২০২২ সালের আগস্টে ছিল ২০৬ কোটি ১৫ লাখ ৩০ হাজার ডলার। অর্থাৎ রপ্তানি বেড়েছে ১২ দশমিক ৩৩ শতাংশ।

Check Also

ইন্টারনেটসহ শতাধিক পণ্যে শুল্ক–কর বাড়লো, অধ্যাদেশ জারি

শেরপুর নিউজ ডেস্ক: মোবাইলফোনে কথা বলা, হোটেল-রেস্তোরাঁ সেবা, ইন্টারনেট সেবা, কোমল পানীয়, সিগারেটসহ শতাধিক পণ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =

Contact Us