সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / নন্দীগ্রাম / নন্দীগ্রামে কৃষি অফিসারের যোগদান ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নন্দীগ্রামে কৃষি অফিসারের যোগদান ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:- নন্দীগ্রামে নয়া কৃষি অফিসারের যোগদান ও সাবেক কৃষি কর্মকর্তা আদনান বাবুর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার নন্দীগ্রামে উপজেলা কৃষি অফিসে নয়া কৃষি অফিসার মো: গাজীউল হক যোগদান করেছেন। জানা গেছে তিনি রাঙ্গামাটি জেলার কাউ খালি উপজেলা কৃষি কর্মকর্তার দায়িত্ব পালন করেন। গাজীউল হক কাউ খালি উপজেলা থেকে বদলী হয়ে বুধবার (৩০আগস্ট) তিনি নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা হিসাবে যোগদান করেন।

অপর দিকে রবিবার (০৩ সেপ্টেম্বর) নন্দীগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বেলা ৩টায় উপজেলা কৃষি অফিসের ট্রেনিং সেন্টারে নয়া কৃষি কর্মকর্তা গাজীউল হকের সভাপতিত্বে সাবেক কৃষি কর্মকর্তা আদনান বাবুর বিদায়ী সংবর্ধনা সভা অনুষ্টিত হয়।এরপর কৃষি অফিসের আরো দুই কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক বিদায়ী কৃষি কর্মকর্তা আদনান বাবু। এসময় আরো বক্তব্য রাখেন, সাবেক বিদায়ী অতিরিক্ত কৃষি অফিসার তামান্না সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য, অবসর প্রাপ্ত সাবেক উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা মো: নজরুল ইসলাম। উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, সহাকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম, শাহাদাত হোসেন, নাজমুল হোসেন সুজন কুমার, শাহারুল ইসলাম, খাদেমুল ইসলাম,সাজ্জাদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ফিরোজ আহমেদ, আব্দুস সালাম, মোছাঃ মোস্তারিন নুসরাত, সুমাইয়া প্রমুখ।

বিদায়ী কৃষি কর্মকর্তা আদনান বাবু বিদায়কালে অশ্রæঝরা সিক্ত নয়নে বলেন, আমি নন্দীগ্রামের মাটি ছেড়ে চলে যাচ্ছি তবে আমার আন্তরের ভালোবাসাটা রয়ে গেলো নন্দীগ্রামের ৫০হাজার কৃষক ভাইদের প্রতি। নন্দীগ্রামের কৃষকরা আমার অতি আপনজন ছিলেন, তাদের ভালোবাসায় আমি সিক্ত। আমি সর্বদা চেষ্টা করেছি তাদের পাশে থাকার জন্য, এবং আশা করি আপনারা সবসময় কৃষি অফিসের সাথে থাকবেন, কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী ফসল ফলাবেন। সাবেক এই কৃষি কর্মকর্তার বিদায়কালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Check Also

নন্দীগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে গরু বিতরণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে বৃহস্পতবিার ( ২৬শে ডিসেম্বর) দুপুর ১২টায় নন্দীগ্রাম উপজেলা প্রাণিসম্পদ দপ্তর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =

Contact Us