সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

শেরপুর নিউজ ডেস্ক: এক দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার (২২ আগষ্ট) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির এই নেতা বলেন, অবৈধ, লুটেরা, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তিকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন অনুষ্ঠানের এত দফা দাবিতে আগামীকাল শুক্রবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কালো পতাকা গণমিছিল করা হবে। এ ছাড়া আগামী শনিবার দেশের সব মহানগরে কালো পতাকা গণমিছিল কর্মসূচি পালিত হবে।

প্রসঙ্গত, গত ১২ জুলাই দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ থেকে সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দেয় বিএনপি। সেই দাবিতে রাজপথে ধারাবাহিক কর্মসূচি পালন করছেন দলটির নেতাকর্মীরা।

 

Check Also

নতুন কর্মসূচি নিয়ে ফের মাঠে নামছে বিএনপি ও সমমনা দলগুলো

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা দলগুলো শিগগিরই নতুন কর্মসূচি নিয়ে মাঠে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + thirteen =

Contact Us