Bogura Sherpur Online News Paper

জাতীয় খবর

যমুনা সেতুতে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড

শেরপুর নিউজ ডেস্ক: ঈদুল আজহা সামনে রেখে ঈদযাত্রার চূড়ান্ত সময়ের প্রভাব পড়েছে যমুনা সেতুতে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে পারাপার হয়েছে ৬৪ হাজার ২৮৩টি যানবাহন এবং আদায় হয়েছে ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা টোল, যা সেতু চালুর পর একদিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, বৃহস্পতিবার (৫ জুন) পূর্বমুখী ৪৩ হাজার ৩টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ২ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৭০০ টাকা। এদিকে পশ্চিমমুখী যানবাহনের সংখ্যা ছিল ২১ হাজার ২৮০টি এবং আদায়কৃত টোল ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ২৫০ টাকা।

যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ জানিয়েছেন, সেতু পশ্চিমে কড্ডার মোড় থেকে হাটিকুমরুল পর্যন্ত মহাসড়কে কোথাও বড় ধরনের যানজট দেখা যায়নি। মাঝে মাঝে কিছু স্থানে ধীরগতিতে চললেও সার্বিকভাবে যান চলাচল ছিল স্বাভাবিক।

ঈদের ছুটির প্রথম দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে উত্তরবঙ্গমুখী যাত্রীর চাপ বেড়েছে। ঘরমুখো মানুষকে নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে মহাসড়ক ও সেতু এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us