শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সুঘাট ইউনিয়ন (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগ নেতা মাইদুল হাসান বিটলকে (৪৫) গ্রেফতার করেছে। সে সুঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চকধলী উত্তরপাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা সামস উদ্দিন আকন্দের ছেলে।
জানা যায়, আজ শনিবার (১৭ মে সন্ধ্যায় গোপন সংবাদেরভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সুঘাট ইউনিয়নের চকধলী জামে মসজিদের সামনে থেকে বিটলকে গ্রেফতার করে। তাকে হত্যা চেষ্টা, হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার করা হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেফতাকৃত আওয়ামী লীগ নেতাকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।