Bogura Sherpur Online News Paper

বিদেশের খবর

ভারতে হামলার অভিযোগ অস্বীকার পাকিস্তানের

শেরপুর নিউজ ডেস্ক: পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, ভারতের হামলার জবাবে পাকিস্তানের পাল্টা হামলার তথ্য ঘোষণা করার প্রয়োজন হবে না। বরং পুরো বিশ্ব এই হামলার খবর নিজ থেকেই জানতে পারবে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভারতে পাকিস্তানের সম্ভাব্য পাল্টা হামলার বিষয়ে এমন মন্তব্য করেছেন তিনি।

আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ‘‘পাকিস্তান যখন পাল্টা আঘাত হানবে, তখন তা জানানোর প্রয়োজন হবে না। সারা বিশ্ব নিজেই তা জানতে পারবে।’’

ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় অন্তত ১৫টি শহরে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে বৃহস্পতিবার নয়াদিল্লি যে দাবি করেছে, তা প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের এই সেনা কর্মকর্তা।

তিনি ভারতের ১৫টি স্থানে হামলার দাবিকে ‘‘ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত’’ বলে মন্তব্য করেছেন। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, ভারতের এই ধরনের নাটক যুদ্ধক্ষেত্রের নয়, বরং মঞ্চ কিংবা সিনেমার জন্যই উপযুক্ত।

পাল্টা প্রশ্ন করে তিনি বলেন, ‘‘ভারতীয় সেনাবাহিনী ও সরকার কি এখনও আঠারো শতকে বসবাস করছে? তারা কখন থিয়েটার আর সিনেমা ছেড়ে বাস্তবতায় ফিরে আসবে?’’

ভারতের প্রকাশ করা হামলার ভিডিওকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন আহমেদ শরিফ চৌধুরী। তিনি বলেন, তারা যেসব শুষ্ক জমি দেখাচ্ছে, অন্তত সেগুলোতে আগুন লাগাতে পারতো। এসব অহেতুক প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়।

তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত এবং ভারতকে জবাব দেওয়ার সক্ষমতা আছে। ভারতের যেকোনও দুঃসাহসিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। জেনারেল আহমেদ শরিফ বলেন, পাকিস্তানের জবাব হবে চূড়ান্ত ও স্পষ্ট। তখন কী কী ঘটেছে তা জানার জন্য বিশ্বকে ভারতীয় গণমাধ্যমের ওপর নির্ভর করতে হবে না।

এদিকে, পাকিস্তানে ভারতের চালানো অপারেশন সিঁদুরে শতাধিক নিহত হয়েছেন বলে দাবি করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার দুপুরের দিকে রাজধানী নয়াদিল্লিতে সর্বদলীয় এক বৈঠকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই দাবি করেছেন।

এর আগে বুধবার ভারতের সরকারের একাধিক সূত্র পাকিস্তানে হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছিল। সন্ত্রাসী কাজে ব্যবহৃত অবকাঠামো ধ্বংস করে দেওয়ার দাবি জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এরপর বৃহস্পতিবার রাতভর পাকিস্তানের বিভিন্ন এলাকায় আরও কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ভারত।

বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, তারা এখন পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন স্থানে গুলি চালিয়ে ইসরায়েলের তৈরি ২৫টি হারোপ ড্রোন ভূপাতিত করেছে।

আহমেদ শরীফ চৌধুরী এএফপিকে বলেছেন, গত রাতে ভারত একাধিক স্থানে ড্রোন পাঠিয়ে আরও একটি আগ্রাসনের কাজ করেছে। ভারতের ছোড়া একটি ড্রোন পাকিস্তানের সেনাবাহিনীর এই সদরদপ্তরের কাছে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তানে হামলার জবাবে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় অন্তত ১৫টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে দাবি করেছে নয়াদিল্লি। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বলেছে, বৃহস্পতিবার রাতভর ও সকালের দিকে জম্মু-কাশ্মির, পাঞ্জাব এবং গুজরাটসহ দেশের ১৫টি শহরে সামরিক স্থাপনা নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান।

তবে এসব হামলায় ভারতে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। যদিও ভারতের এই অভিযোগ পাকিস্তানের আইএসপিআরের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us