Bogura Sherpur Online News Paper

খেলাধুলা

৬৪ দেশ নিয়ে হতে পারে ফুটবল বিশ্বকাপ

শেরপুর নিউজ ডেস্ক:

১৯৩০ সালে শুরু হয়েছিল ফুটবল বিশ্বকাপের যাত্রা। ২০৩০ সালে শততম বছর পূর্ণ করবে প্রতিযোগিতাটি। শতবর্ষ বিশেষভাবে উদযাপন করতে চাইছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাই ২০৩০ সালের বিশ্বকাপে ৬৪টি দল খেলানোর কথা ভাবছে সংস্থাটি।

২০৩০ সালের বিশ্বকাপের আয়োজক মরক্কো, স্পেন এবং পর্তুগাল। সেই সঙ্গে আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়েতেও ম্যাচ হবে। ১৯৩০ সালে বিশ্বকাপের আয়োজক ছিল উরুগুয়ে। ফাইনালে খেলেছিল উরুগুয়ে এবং আর্জেন্টিনা। প্যারাগুয়েও খেলেছিল প্রথম বিশ্বকাপে। এই তিনটি দেশে একটি করে ম্যাচ হবে ২০৩০ বিশ্বকাপের। ১০০ বছরের উদযাপন করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফিফার এক কর্মকর্তা বলেন, ‘বিশ্বকাপের ১০০তম বছরে ৬৪ দেশকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। ৫ মার্চ যে বৈঠক হয়েছিল, সেখানে এই প্রস্তাব দেওয়া হয়। যদিও এটা হবে কি না সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

সাধারণত ফুটবল বিশ্বকাপ ৩২টি দেশকে নিয়ে হয়। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপ থেকে শুরু হওয়ার পর ২০২২ কাতার বিশ্বকাপ দিয়ে শেষ হয়েছে ৩২ দলের বিশ্বকাপ অধ্যায়। ২০২৬ বিশ্বকাপ হবে ৪৮টি দেশকে নিয়ে। আয়োজক হিসেবে আছে আমেরিকা, মেক্সিকো এবং কানাডা।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us